১০ই জানুয়ারি ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং এসডিজি অর্জন সহ নানা বিষয় জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৯-১১ জানুয়ারি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলায় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত মেলায় ‘ডাক দিয়ে যাই’ সংস্থা দুইটি স্টল বরাদ্দ নিয়ে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করে। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথী ড. মোঃ আব্দুল রব হাওলাদার, সিনিয়র সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ, সভাপতি জনাব মোঃ খায়রুল আলম সেখ, জেলা প্রশাসক, পিরোজপুর, সভায় বিশেষ অতিথীবৃন্দ জনাব মোঃ ইসমাইল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পিরোজপুর, আল্হাজ্ব হাবিবুর রহমান মালেক, মেয়র, পিরোজপুর পৌরসভা, এ্যাডভোকেট আবদুল হাকিম হাওলাদার, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পিরোজপুর এবং জনাব মোঃ জিয়াউল হক গাজী, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, পিরোজপুর এর উপস্থিতিতে পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, মেলায় বরাদ্দ দেয়া ৯৩টি স্টলের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে ‘ডাক দিয়ে যাই’-ই একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে পুরস্কৃত হয়।